শিরোনাম: |
নেত্রকোনায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে জমি বিরোধের জেরে আজহারুল ইসলাম (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে রবিউল আলম নামে আরেক এক যুবক।
আজ রবিবার দুপুরে পৌর শহরের শাহসুলতান রোড এলাকায় জেলা ও দায়রা জজ আদালত মূল গেইটের সামনে এই ঘটনা ঘটে। আহত যুবক আজহারুল ইসলাম জেলার পূর্বধলা শ্যামগঞ্জ এলাকার বাসিন্দা।
ঘটনার পর এলাকাবাসী হামলাকারী যুবক রবিউলকে আটক করে পুলিশের সোপর্দ করে। আদালত প্রাঙ্গন থেকে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত তাদের মাঝে জমি বিরোধ এবং মামলা চলে আসছিল। আজ রবিবার আদালতে হাজিরা দিতে গেলে দুপুরে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত যুবককে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাাতলে প্রেরণ করা হয়।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|