Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ পুলিশ সংস্কারে যে সুপারিশ দিয়েছে কমিশন ■ ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও ভোটগ্রহণ ■ রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক সংগঠন না রাখার সুপারিশ ■ প্রধানমন্ত্রীর মেয়াদ দু’বারের বেশি নয় ■ টিউলিপকে বরখাস্তে প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ■ এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষ, আহত অনেকেই ■ ‘বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে’
চুরির অভিযোগে বৃদ্ধা মাকে বাড়ীছাড়া!
Published : Sunday, 30 August, 2020 at 11:24 PM

নুরজাহান বেগম

নুরজাহান বেগম

নিজ বাড়ীতে ঢুকতে পারছেনা বৃদ্ধা নুরজাহান বেগম (৭৫)। ছোট মেয়ে আর জামাই ৭ মাস আগে বৃদ্ধাকে বড়ি থেকে বের করে দিয়েছে। বৃদ্ধার অপরাধ নিষেধ করা সত্বেও অন্য মেয়ের বাড়ী যাওয়া। মেয়ের অভিযোগ ৮ লক্ষ টাকা চুরি করেছে তার মা (বৃদ্ধা)। তাই বাড়ী থেকে বের করে দেয়া হয়েছে।

এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বৃদ্ধা নুরজাহানের পাশে কেউ এগিয়ে আসেনি। বৃদ্ধা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌহদ্দিটোলা গ্রামের মৃত আরশাদ আলীর স্ত্রী নুরজাহান বেগম (৭৫)।

নুরজাহানের চার মেয়ে। স্বামী ২২ বছর আগে গত হয়েছে। কোন ছেলে না থাকায় এক অসহায় ছেলের সাথে ছোট মেয়ে মনোয়ারার বিয়ে দেন। দেড় বিঘা জমি বিক্রি করে জামাইকে বিদেশে পাঠায় নুরজাহান। বাকী থাকে ভিটামাটি ৬ কাঠা আর দুই বিঘা জমি।

আজীবন দেখে রাখবে শর্তে ছোট মেয়ে মনোয়ারা আর জামাই দুরুল হোদা কৌশলে বৃদ্ধার ভিটেমাটি আর জমি হাতিয়ে নেয়। জমি হাতিয়ে নেয়ার পর থেকে বৃদ্ধার উপর শুরু হয় অত্যাচার।

জানুয়ারি মাসে বৃদ্ধা নুরজাহান মেজো মেয়ের বাড়ী গিয়ে ২ দিন থাকার পর ফিরে আসলে বৃদ্ধাকে আর বাসায় উঠতে দেয়নি মেয়ে মনোয়ারা আর জামাই দুরুল হোদা।

কান্নাজড়িত কন্ঠে বৃদ্ধা নুরজাহান দেশ সংবাদকে জানান, লোক-লজ্জা আর আত্ম-সম্মানের ভয়ে কোথাও কাউকে কিছু বলতে পারছেন না। বৃদ্ধা তার ওই বাড়ীতেই মরতে চায়। মেয়ে আর জামাইয়ের খেতে চাইনা শুধু  মাথা গোঁজার একটা ঘর চায়।

স্থানীয় মোড়ল হায়দার আলী বলেন, বিষয়টি অমানবিক। বৃদ্ধার কারণে দুরুল (বৃদ্ধার জামাই) আজ অনেক টাকার মালিক। টাকার দাপটে সে অনায়াসে এই অন্যায় কাজটা করছে। তিনি বলেন, দুরুলের উচিৎ তার শাশুড়ীর মৃত্যুর আগ পর্যন্ত সেবা করা।

স্থানীয় আরও কয়েকজন গণ্যমান্য ব্যক্তি বিষয়টি অমানবিক উল্লেখ করে জানান, দুরুল আর তার স্ত্রী কারও কথা শুনছেনা। তবে বৃদ্ধাকে দোষী সাব্যস্ত করতে দুরুলের পক্ষ নিয়েছে স্থানীয় কয়েকজন মোড়ল।

এবিষয়ে বৃদ্ধার মেয়ে মনোয়ারা বলেন, 'আমার ৮ লক্ষ টাকা, কাঁসার থালা বাসনসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে অন্য মেয়েদের দিয়েছে আমার মা। টাকাসহ অন্যান্য জিনিসপত্র ফেরত দিলে বাড়িতে উঠতে দিব, অন্যথায় না।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জজ আদালতের আইনজীবী ড. তসিকুল ইসলাম বলেন, মেয়ে আর মেয়ে জামাই শর্ত সাপেক্ষে ভিটে লিখে নিয়ে থাকলে, শর্ত ভঙ্গের দায়ে বৃদ্ধা প্রতারণার মামলা করতে পারেন। মামলা করলে তিনি সুবিচার পেতে পারেন বলে জানান ড. তসিকুল।

জাতীয় মহিলা সংস্থা, চাঁপাইনবাবগঞ্জের চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা বলেন, বৃদ্ধা মাকে বাড়ী হতে তাড়িয়ে দেয়া মানবাধিকার লংঘনের শামিল। বৃদ্ধা চাইলে মহিলা সংস্থা তাকে আইনী সহায়তা দিতে চাই।

দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh


আপনার মতামত দিন
‘বিষাক্ত মদ’ পানে ৪ জনের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি
Friday, 10 January, 2025
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
পাবনা প্রতিনিধি
Saturday, 16 November, 2024
ফেসবুকে পরিচয় থেকে বিয়ে অতপর...
বগুড়া প্রতিনিধি
Tuesday, 29 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up