শিরোনাম: |
বরিশালের আগৈলঝাড়া উপজেলা বন কর্মকর্তার সহযোগিতায় রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ছেলে ও ৭নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক সামাজিক বনায়নের সড়কের বিভিন্ন প্রজাতীর প্রায় তিন লাখ টাকা মূল্যের ১৮টি গাছ কেটে আত্মসাৎ করেন।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ও উপজেলা বন কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাকাল-বাটরা-বাহাদুপুর সড়কের বাটরা বাজারের দক্ষিণ পার্শ্বের সড়ক থেকে বিভিন্ন প্রজাতির ১৮টি গাছ কেটে আত্মসাৎ করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তপন সরকার ও রাজিহার ইউনিয়ন আ.লীগ সভাপতি হরে কৃষ্ণ কাচারীর ছেলে পলাশ কাচারী।
সরকারী গাছ কাটার পূর্বে গাছের তালিকা তৈরী করে উধ্বর্তন কর্মকর্তাদের লিখিত অনুমতি নিয়ে টেন্ডার আহবান করার নিয়ম থাকলেও তা করেনি উপজেলা বনবিভাগ।
গাছ আত্মসাতের কথা জিজ্ঞেস করলে অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তপন সরকার ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ছেলে পলাশ কাচারী বলেন, আমরা গাছ উপজেলা বনবিভাগের অনুমতি নিয়ে কেটেছি।
এব্যাপারে উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদার বলেন, বাটরা বাজারের দক্ষিণ পাশে গাছ কাটার কথা শুনে আমি ঘটনাস্থলে যাই। আমি ওই স্থানে যাওয়ার পূর্বেই স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তপন সরকার ও রাজিহার ইউনিয়ন আ.লীগ সভাপতি হরে কৃষ্ণ কাচারীর ছেলে পলাশ শ্রমিক নিয়ে ওই গাছ কেটে ফেলেছে।
উল্লেখ্য, উক্ত জায়গাটা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলাধীন রামশীল মৌজায় অবস্থিত ।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|