শিরোনাম: |
গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিটন রাজভর (৩২) নামের এক সার ব্যবসায়ী যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ৩০ আগস্ট রোববার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ কুঠিবাড়ি এলাকার করতোয়া নদীর ধারে আখ ক্ষেত থেকে এ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত লিটন রাজভর কুঠিবাড়ি গ্রামের গণেশ রাজভরের ছেলে।
স্বজনরা জানান, শনিবার বিকেলে থেকে নিখোঁজ হয় লিটন রাজভর। এরপর তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর রোববার সকালে আখ ক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়া। পরে পুলিশ খবর পেয়ে লিটনের মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, লিটনের মরদেহ উদ্ধারের সময় তার পকেটে চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে লেখা ছিল,ব্যবসার ক্ষেত্রে লক্ষাধিক টাকা ঋণগ্রস্ত। এ ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে লিটনের আত্নহত্যা।
তিনি বলেন,লিটনের মরদেহের পাশে কীটনাশকের বোতল পড়ে ছিল। এর আগেও কীটনাশক পান করে আত্নহত্যার চেষ্টা করেন লিটন রাজভর।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|