শিরোনাম: |
ভোলার লালমোহন উপজেলায় ২৮৫ পিচ ইয়াবাসহ মো. জুম্মান (২৪) ও মো. জসিম উদ্দিন (৪৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯আগস্ট) দুপুর সোয়া ২ টার দিকে লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ডের হালিম হাওলাদার বাড়ীর সামনের পাকা সড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. জুম্মান লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার মো. সেলিমের ছেলে ও মো. জসিম উদ্দিন লালমোহন পৌরসভা ৫নং ওয়ার্ডের মৃত ইউনুছ মিয়া ছেলে।
লালমোহন থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বশির আলম নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মো. মাহামুদুল হাসান ও সংঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে লালমোহন থানাধীন পৌরসভা ৪নং ওয়ার্ডের হালিম হাওলাদার বাড়ীর সামনে পাকা সড়কের উপর থেকে মো.মুম্মান ও জসিম উদ্দিন দুই ব্যাক্তিকে ২৮৫পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
লালমোহন থানার অফিসার ইন চার্জ (ওসি) মীর খায়রুল কবীর এই তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|