শিরোনাম: |
‘মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ ও তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিতাসে ২য় ধাপে বিভিন্ন স্কুলে বৃক্ষ রোপণ করেছেন।
রবিবার (২৪ আগষ্ট) উপজেলার সাতানী ইউনিয়নের কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়, বলরামপুর ইউনিয়নের তিতাস মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে ও উত্তর বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ বৃক্ষ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুল হক সরকার, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ হাতেম তাই, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহরাব হোসেন সুমন, তিতাস মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি আলী আহমেদ রিফাদ, অধ্যক্ষ মাসুম বিল্লাহ সজিব, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, সারোয়ার হোসেন, পাভেল প্রধান, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী।
ফরহাদ আহমেদ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী আপা ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার এর পরামর্শক্রমে কুমিল্লা উত্তর ও তিতাস ছাত্রলীগের মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে মুজিববর্ষের নানামুখী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্দ্যোগ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ছাত্রলীগ নেতা ফরহাদ আহমেদ ফকির গত বৃহস্পতিবার (২০ আগষ্ট) ১ম ধাপে উপজেলার গাজীপুর কলেজ মাঠ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|