শিরোনাম: |
বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য বন্দোবস্তকারী সমবায় সমিতির সাধারন সম্পাদক মোজাফফর হোসেন মোজা (৪৫) আর নেই। সে ট্রাক যোগে পোনা মাছ বহন করে নিয়ে যাওয়ার পথে শনিবার রাত ৩ টার দিকে অপর একটি ট্রাকের ধাক্কায় জখম হয়ে নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় উপজেলার মৎস্য ব্যবসায়ী ও চাষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, আদমদীঘি উপজেলা মৎস্য বন্দোবাস্তকারী সমবায় সমিতির সাধারন সম্পাদক ও মন্ডবপুরা গ্রামের মৃত লছির উদ্দীনের ছেলে বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোজাফফর হোসেন মোজা আদমদীঘি থেকে ট্রাক যোগে পোনা মাছ নিয়ে খুলনার পিরোজপুর বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে গত শনিবার ৩টার দিকে যশোর বার বাজার এলাকায় পৌছা মাত্র পেছন দিকে থেকে অপর আরেকটি ট্রাক স্বজোরে ধাক্কা দিলে পোনা বোঝাই ট্রাকটি উল্টে গিয়ে জখম হয়ে ঘটনাস্থলেই মোজাফফর হোসেন মোজার মৃত্যু হয়। রবিবার বাদ মাগরিব তার গ্রামের বাড়ী আদমদীঘির মন্ডবপুরা গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ দিকে মৎস্য ব্যবসায়ী মোজার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আদমদীঘি উপজেলা মৎস্য বন্দোবস্তকারী সমবায় সমিতির সভাপতি আকবর আলী খান, উপজেলা ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক কোরবার আলী সহ উপজেলার সকল মৎস্য ব্যবসায়ী ও চাষীরা।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|