গতকাল ২১ ই আগস্ট ২০২০ তারিখে বিকাল ৪ ঘটিকার সময় বান্দরবান পূরবী সুপার (বার্মিজ) মার্কেটে আকর্স্মিক ভাবে আগুনে পুড়ে বিশাল ক্ষতি সাধিত হয়। এতে উক্ত মাকের্টের স্বত্বাধিকারী জনাব, কাজল কান্তি দাশ প্রত্যেক ব্যবসায়ীদের ভাড়াটিয়ার প্রতি সমাবেদনা জানায় এবং ২৪ টি দোকানের ভাড়াটিয়া প্রত্যেককে নগদ ১০, হাজার টাকা করে প্রদান করেন। উল্লেখ্য যে তিনি প্রতিশ্রুতি দেন অতিদ্রুত মার্কেট টা পূনরায় নির্মাণ করা হবে।
“আমি প্রথম-ই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের প্রতি। অগ্নিকান্ডের ঘটনার সংবাদের পাওয়ার সাথে সাথে তঃক্ষণিক মোবাইল ফোনে আমাকে সমাবেদনা, সান্তনা ও সাহস যুগিয়েছেন। এসময় তিনি আরো ধন্যবাদ জানান আজকে আকর্স্মিক ভাবে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী,বান্দরবান জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব ক্যশৈহ্লা, পৌর মেয়র ও বান্দরবান জেলা আ:লীগের সাধারণ সম্পাদক জনাব,মোহাম্মদ ইসলাম বেবী,জেলা পরিষদের সদস্য বাবু লক্ষীপদ দাস,বান্দরবান রেড় ক্রিসেন্ট ইউনিট,পৌর প্রশাসন,বান্দরবান বিদ্যুৎ বিভাগ, সাংবাদিকবৃন্দ,প্রিয় পৌরবাসীসহ যারা নিঃস্বার্থ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের প্রতি আমি অশেষ অশেষ ভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের এই ঋণ আমি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখব”।
ধন্যবাদান্ত, রোটারিয়ান কাজল কান্তি দাশ ও সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদষ, স্বত্বাধিকারি পূরবী সুপার মার্কেট, বান্দরবান।