শিরোনাম: |
চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সাংবাদিক ও দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদের ওপর হামলা করে তার মোটরসাইকেল ছিনতাই করেছে একদল ডাকাত। শুক্রবার (২১ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৯টায় সদর উপজেলার চাঁপাই-আমনুরা রোডে এ ডাকাতীর ঘটনা ঘটে।
শুক্রবার বেলেপুকুর গৌড় বাংলা কার্যালয়ে কাজ শেষ করে রাতে নাচোলের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওনা হন সাজিদ তৌহিদ। তিনি রাত সাড়ে ৯টার দিকে চাঁপাই-আমনুরা রোডে মনামিনা কৃষি খামারের সামনের রাস্তায় পৌঁছলে কয়েকজন ডাকাত হটাৎ পথরোধ করে বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করে টিভিএস লাল রঙের মটরসাইকেল, ১টি মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।
সদর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) কবির হোসেন জানান, ছিনতাই হবার পর সদর মডেল থানা পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। ডাকাত চক্রটিকে ধরতে পুলিশ রাতেই অভিযান শুরু করেছে বলেও জানান কবির হোসেন।
দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির জানান, সাজিদ তৌহিদ ভাল আছেন এবং নাচোলের বাসায় অবস্থান করছেন। তিনি বলেন, মোটরসাইকেল, মোবাইল আর ম্যানিব্যাগ উদ্ধারে সদর থানা পুলিশ অভিযান শুরু করেছে। সাজিদ তৌহিদ আজ (শনিবার) অফিসে আসলে পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণ করা হবে।
দেশসংবাদ/প্রতিনিধি/এনকে
আপনার মতামত দিন
|