২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে এবং নিহতদের স্মরণে সভা করেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি’র সলনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, মখলেছুর রহমান মিন্টু, কালিপদ রায়, আনিছুর রহমান আলো, হাফিজুর রহমান নান্টু, মুক্তার হোসেন, লুৎফর রহমান, তীর্থ সলিল রুদ্র, মোফাজ্জল হোসেন, মোজাম্মেল হক, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক, শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি রেজাউল করিম, যুবলীগ নেতা সুজন প্রামানিক, তাতী লীগের সভাপতি আবু নোমান, সাধারন সম্পাদক তারেক মাহমুদ ডিউ, পৌর শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, ছাত্রলীগ নেতা আবু নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, আল-জাহিদ প্রমূখ। সভা শেষে ২১ শে আগস্ট নিহতদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। দুপুরে বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বরে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন।