শিরোনাম: |
ভোলায় প্রবল জোয়ারের পানির চাপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে পানি বন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
বৃহস্পতিবার (২০আগস্ট) দুপুরে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মুরাদসফিল্লাহ পয়েন্ট দিয়ে ১৫ মিটার এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে যায়। পানিতে তলিয়ে গেছে পুকুর, ফসলি জমি, মাছের ঘেরসহ বিভিন্ন স্থাপনা। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
এ বিষয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান বলেন, জোয়ারের চাপ কমে গেলে পূনরায় বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।
এদিকে, বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে নদী তীরবর্তী মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে।
মেঘনা ও তেতুঁলিয়ার নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বিভিন্ন উপজেলায় বাঁধের বাইরের ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|