মালদ্বীপ সরকার অনুমোদিত প্রবাসী শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যা মোকাবেলার জন্য অদক্ষ বাংলাদেশী শ্রমিকদের জন্য গত বছর ১৮ই সেপ্টেম্বর বাংলাদেশী শ্রমিক আনা এক বছরের জন নিষিদ্ধ করেছিলেন।
মালদ্বীপে বৈদেশিক শ্রম নীতি জোরদার করতে এবং কোটা ও কাজের অনুমোদনের বিষয়ে বিধিমালা সংশোধন করার জন্য গঠিত অভিবাসী শ্রমিকদের সম্পর্কিত ইস্যুতে জাতীয় টাস্কফোস গত বছর এক সংবাদ সম্মেলনে অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ফায়াজ ইসলাম এই ঘোষণা দিয়েছেল গত বছর ১৮ই সেপ্টেম্বর ২০১৯ সালে এই ঘোষণা বৃদ্ধি করে মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক আনা আরো এক বছরের জন্য বন্ধ করা হয়েছে।
যে নিষেধাজ্ঞা আগের ছিল ২০২০ সেপ্টেম্বর পর্যন্ত, এখন বৃদ্ধি করে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে এই সময়ের ভিতরে বাংলাদেশ থেকে মালদ্বীপে কোন বাংলাদেশি অদক্ষ শ্রমিক কাজের জন্য ভিসা পাবে না।