শিরোনাম: |
মাগুরা জেলার ৪ উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বুধবার দুপুরে পোষাক বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পোষাক বিতরণ করেন।
মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় কালেক্টরেট চত্বরে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ছিলেন আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুলিয়া সুরান প্রমুখ। অনুষ্ঠানে মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার ৩৯২ জন গ্রাম পুলিশের মাঝে প্যান্ট-শার্ট, জুতা, ছাতা, লাঠি, রেইন কোটসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|