শিরোনাম: |
২০ আগস্ট পূর্ণ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শীর্ষ দুই পদের মেয়াদ। পদ দুটি হলো- ভিসি ও ট্রেজারার। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রথম ভিসি হিসেবে মেয়াদ পূর্ণ করতে যাচ্ছেন প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। একইসাথে ট্রেজারার পদে মেয়াদ পূর্ণ করছেন প্রফেসর ড. সেলিম তোহা।
জানা যায়, ২০১৬ সালের ২১ আগস্ট ১২ তম ভিসি হিসেবে নিয়োগ পান ইবি’র ইংরেজি বিভাগের প্রফেসর ড. আসকারী। একইসঙ্গে ট্রেজারার পদে নিয়োগ পান একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. সেলিম তোহা। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ তাদেরকে ৪ বছরের জন্য এ দুটি পদে নিয়োগ দেন। এদিকে, মেয়াদ পূর্ণ হওয়ায় ২০ আগস্ট থেকে শূন্য হচ্ছে প্রশাসনিক শীর্ষ এই দুই পদ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ইবি’র ভিসি ও ট্রেজারার পদের চার বছরের মেয়াদ পূর্ণ হচ্ছে আগামী ২০ আগস্ট। ২১ আগস্ট থেকে পদ দুটি শূন্য হচ্ছে। ফলে, সরকার চাইলে পূণরায় তাদেরও নিয়োগ দিতে পারেন, আবার নতুন কাউকেও দিতে পারেন।
এবিষয়ে ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা বলেন, আগামী ২১ আগস্ট ট্রেজারার হিসেবে আমার দায়িত্ব পালনের মেয়াদকাল শেষ হতে যাচ্ছে। আমার অতি পরিচিতজনেরা জানেন, আমি সবসময়ই নীরবে- নিঃশব্দে কাজ করে যেতে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের কোষাগার এবং সম্পদের রক্ষণাবেক্ষণের যে গুরু দায়িত্ব আমার উপর অর্পণ করেছিলেন তা আমি আমার সাধ্যের শেষ বিন্দু দিয়ে নিবেদিতপ্রাণ হয়ে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে পালন করতে চেষ্টা করেছি। যা আমার দায়িত্ব এবং কর্তব্য ছিল তা আমি গভীর দেশপ্রেম আর বিশ্ববিদ্যালয়ের প্রতি অগাধ ভালোবাসা নিয়ে সম্পন্ন করেছি। আমি কাজ করি আমার আনন্দ নিয়ে। প্রতিটি কাজের মূল্যায়ন আমার নিজের কাছে আমার বিবেকের কাছে। মাননীয় ভিসি এবং প্রো-ভিসিসহ আমি আমার সকল সহকর্মীদের সাথে কাজ করতে পেরে তৃপ্ত, খুশী এবং আনন্দিত। আমি যা করেছি তা সংশ্লিষ্ট সকলেই দেখেছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকান্ডে আমার ভূমিকার সবাই জীবন্ত সাক্ষী। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে আমার মূল মূল্যায়ন আমার অগণিত শিক্ষার্থীদের কাছে। আমার মূল পরিচয় আমি শিক্ষক। শিক্ষক হিসেবে আমি প্রতিদিনই তাদের কাছে পরীক্ষিত হচ্ছি– এটাই ভেবে আমি সদা জাগ্রত থাকি। সেটাই আমার নিত্য আনন্দ আর ভালোলাগা এবং আনন্দময় ভালোবাসার গভীর উপলব্ধি এবং অনুভূতি। আমি সবার দোয়া চাই।
আপনার মতামত দিন
|