শিরোনাম: |
সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে কাতার আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আয়োজনে রাজধানী দোহার নাজমা এরিয়ায় অস্থায়ী কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাংগঠনিক সম্পাদক শাহ আলম খানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল কাদের।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাগর, সবুজ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান। পরে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|