Published : Monday, 17 August, 2020 at 1:20 PM, Update: 17.08.2020 10:02:43 PM
কোভিড-১৯ মহামারীতে শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। যা বিশ্বে মোট মৃত্যুর প্রায় এক চতুর্থাংশ।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, সোমবার বেলা ১ টা পর্যন্ত কোভিড-১৯ এ শুধু যুক্তরাষ্ট্রেই ১ লাখ ৭৩ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৬৬ হাজার ৩২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২৯ লাখ ২২ হাজার ৭২৪ জন।