শিরোনাম: |
বরিশালের কীর্তনখোলা নদী পারাপারের সময় খেয়া নৌকা থেকে পড়ে নিখোঁজ চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ফয়েজ মাহমুদ (৪০)’র ভাসমান লাশ উদ্ধার করেছে বরিশাল বন্দর নৌ-পুলিশ।
রবিবার (১৬আগস্ট) সকালে বরিশালের ধপধপিয়া সেতু সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে তার অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. ফয়েজ মহামুদ চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুলতান আহম্মদের ছেলে এবং ওই ইউনিয়ন যুবলীগরে সভাপতি।
জানা যায়, গত ১২ আগষ্ট বুধবার সকালে বরিশাল থেকে চিকিৎসা শেষে খেয়া যোগে কীর্তনখোলা নদী পার হয়ে কাউয়ার চরঘাটে যাওয়ার সময় খেয়া নৌকা থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন সে। দূর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবরী দল ও কোষ্টগার্ড কর্মীরা নিখোঁজ ফয়েজ মাহামুদকে উদ্ধার চেষ্টায় ব্যার্থ হন।
রবিবার সকালে বরিশালের ধপধপিয়া সেতুর সংলগ্ন নদীতে স্থানীয়রা তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। বরিশাল বন্দর থানা পুলিশ নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করেন। বরিশাল বন্দর নৌ-পুলিশের পরিদর্শক আল মামুন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ধপধপিয়া সেতু সংলগ্ন নদী থেকে নিখোঁজ ফয়েজের ভাসমান লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
আজ রবিবার বাদ আছর তার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থনে তাকে দাফন করা হয়েছে। এদিকে তার অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|