শিরোনাম: |
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার ও সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এ.এন.এম শোভা মিয়া আকন্দ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রবীণ আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জননেতা মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, বঙ্গবন্ধু পরিষদ ত্রিশাল উপজেলা শাখার সাধারন সম্পাদক ও ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু সৈনিকলীগ ত্রিশাল উপজেলার শাখার সভাপতি স্বপন সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম প্রমূখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|