শিরোনাম: |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শনিবার দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে ২৫ ফুট উচ্চ বঙ্গবন্ধু’র ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যুরালের শুভ উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী ও মহম্মদপুর থানার ওসি তারক নাথ বিশ্বাস।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, আমরা মহম্মদপুর উপজেলার উন্নয়নের জন্য কাজ করছি। তাই উপজেলা প্রশাসন চত্বরকে আরো আকর্ষণীয় ও সুন্দর করতে এ ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। মহম্মদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ ম্যুরালটি ইতিমধ্যে অনেকের দৃষ্টি কেড়েছে। পাশাপাশি ম্যুরালের সামনে স্থাপিত হয়েছে দৃষ্টি নন্দন পানির ফোয়ারা। এ পানির ফোয়ারাটি রাতে ছড়াবে আলোকসজ্জা। উপজেলা প্রশাসনের উন্নয়নকে আরো গতিশীল করতে আমাদের কাজ অব্যাহত থাকবে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|