শিরোনাম: |
চাঁপাইনবাবগঞ্জে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) সদস্যরা।আটকরা হলেন- আবুল হায়াত (২৬), আব্দুল কুদ্দুস (৩০) ও আল-আমিন (৩০)।
র্যাব জানায়,শোকের রাতে শুক্রবার (১৪ আগস্ট) দিনগত রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনসার আল-ইসলামের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ব্যাগ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
আবুল হায়াত পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। চাঁপাইনবাবগঞ্জে তার নিজস্ব দোকান ও চেম্বার আছে। তিনি গত ৩ বছর ধরে আনসার আল-ইসলামের সঙ্গে জড়িত। তিনি ‘খালিদ সাইফুল্লাহ’ নামে গোপন টেলিগ্রাম আইডি চালিয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিলো।আব্দুল কুদ্দুস পেশায় একজন ফার্মেসি দোকানদার। তিনি গত ২ বছর ধরে জঙ্গি কার্যক্রমে জড়িত। বিডিআর বিদ্রোহে ইতোপূর্বে তিনি ৭ বছর জেল খেটেছেন। জেলে থাকাকালীন তিনি জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েন।আল-আমিন পারিবারিকভাবে জঙ্গিবাদে জড়িত। তিনি গত ৪ বছর ধরে আনসার আল-ইসলামের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত থাকার পাশাপাশি সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ ইয়ানত শাখা দেখাশোনা করে আসছিলো বলে জানায় সংশ্লিষ্ট সুত্র।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম সজল জানান, আটককৃতরা জঙ্গী সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বিকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সজল।
দেশসংবাদ/প্রতিনিধি/এনকে
আপনার মতামত দিন
|