Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ টিউলিপকে বরখাস্তে প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ■ এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষ, আহত অনেকেই ■ ‘বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে’ ■ অস্ত্র মামলায় রিমান্ডে ছাগলকাণ্ডের মতিউর ■ যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে সম্পর্ক হোঁচট খাবে না ■ দুদক সংস্কারে ৪৭ সুপারিশ ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস
নানা কর্মসূচিতে বান্দরবানে জাতীয় শোক দিবস পালিত
Published : Saturday, 15 August, 2020 at 5:05 PM, Update: 15.08.2020 5:08:36 PM

নানা কর্মসূচিতে বান্দরবানে জাতীয় শোক দিবস পালিত

নানা কর্মসূচিতে বান্দরবানে জাতীয় শোক দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সহ দলীয় নেতাকর্মী ও সরকারি বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কোর আন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

অন্যদিকে বান্দরবানে বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা আয়োজন করেছেন বান্দরবান জেলা আওয়ামী লীগ।

আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে সাতটায় শহরের মুক্ত মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পৌরসভাসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলামসহ প্রমুখ।

আলোচনা সভায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি চেতনার নাম। যা হত্যার মাধ্যমে শেষ করে দিতে চেয়েছিল ঘাতকরা। কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের নিঃশ্বাসের সাথে জড়িয়ে রয়েছে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান। বাঙ্গালি যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন থাকবে।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh


আপনার মতামত দিন
কাউন্সিলরকে গুলি করে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
Thursday, 9 January, 2025
সাগর পথে আরও ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ
কক্সবাজার প্রতিনিধি
Sunday, 5 January, 2025
টেকনাফে বন বিভাগের ১৭ শ্রমিককে অপহরণ
কক্সবাজার প্রতিনিধি
Monday, 30 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up