শিরোনাম: |
বান্দরবান প্রেসক্লাবের আয়োজনে বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক প্রেসক্লাব সভাপতি একে এম জাহাঙ্গীর এবং বর্তমান প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনু এর করোনা ভাইরাস রোগ থেকে মুক্তি কামনায় ও বান্দরবানের যেসব সাংবাদিক ইন্তেকাল করেছেন তাদের ইছালে ছওয়াব এর উদ্দেশ্যে খতনে কোরআন মজিদ ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা এহছানুল হক আল মুঈন।
দোয়া মাহফিলে অংশগ্রহন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিঞা মাস্টার, প্রেসক্লাব সাবেক সভাপতি অধ্যাপক ওসমান গনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মূছা ফারুকী, সদস্য আবুল বশর ছিদ্দিকী, সদস্য আব্দুল মালেক, আরটিভি প্রতিনিধি শাফায়েত হোসেন, সহ প্রমুখ। পরিশেষে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান জেলায় কর্মরত সকল সাংবাদিকসহ সমগ্র মানব জাতির কল্যাণে মাহ্ফিলে বিশেষ দোয়া করা হয়।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|