শিরোনাম: |
ভোলা সদর উপজেলায় ৪০ পিচ ইয়াবাসহ মো. ফরহাদ হোসেন ওরফে টিটপ মুন্সি(৪৫) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।
বুধবার(১২আগস্ট) বিকাল ৫ টার দিকে ভোলা সদর থানাধীন আলিনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো.ফরহাদ হোসেন ওরফে টিটপ মুন্সি ভোলা সদর থানার উত্তরজয়নগর দিঘলদি ৭নং ওয়ার্ড এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিলের ওসি মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মিলন হালদার ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর থানাধীন আলিনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. ফরহাদ হোসেন ওরফে টিটপ মুন্সি নামের এক যুবককে ৪০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। ভোলা সদর মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
দেশসংবাদ/প্রতিনিধিএফএইচ/mmh
আপনার মতামত দিন
|