শিরোনাম: |
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের সেনেটারী ব্যবসায়ী শ্রী মনোরঞ্জন চাঁদাবাজদের আক্রমনের শিকার হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, রোববার বিকেলে মনোরঞ্জন নিজ ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মনো ট্রেডার্স এ বসে থাকা অবস্থায় মেহেদী (৩০) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী মনোরন্জনের নিকট চাঁদা দাবী করে। এসময় ওই নিরীহ ব্যবসায়ী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে।
পরে সন্ত্রাসীদের মারমুখী আচরণে কিছু টাকা দিতে চাইলে চাঁদাবাজদের কাছে তা কম মনে হওয়ায় মেহেদীর নেতৃত্বে ৪ জন এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে তার কান, হাতের আঙ্গুল এবং পিঠে গুরুতর আঘাতে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এদিকে ৯৯৯ এ অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মনোরঞ্জনকে উদ্ধার করলেও সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
প্রত্যক্ষ সুত্রে জানা গেছে, মনোরঞ্জন ১৮/২০ বছর ধরে একই স্থানে সুনামের সাথে ব্যবসা বাণিজ্য করে আসছে। ব্যবসা করাকালীন বিভিন্ন সময়ে হামলাকারী চাঁদাবাজদের চাঁদা দিয়ে আসছিলেন। রোববার ১০ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে পুনরায় চাঁদা দাবী করলে এই ঘটনা ঘটে। শারীরিক হামলার পর সন্ত্রাসীদলটি যথাসময়ে দাবিকৃত চাঁদার অর্থ না দিলে হত্যার হুমকিও দেয়।
এসময় এলাকাবাসী ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ জানায়। শ্রী মনোরঞ্জন মনো বেলগাছা ইউনিয়নের কালিরহাটের ধনন্জয় গ্রামের মৃত গনেশ চন্দ্রের পুত্র বলে জানা গেছে।
উল্লেখিত ব্যবসায়ি হিন্দু হওয়ায় তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী চিকিৎসাধীন থাকায় এখনো মামলা না হলেও মামলার প্রস্তুতি চলছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এনকে
আপনার মতামত দিন
|