Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিএসএমএমইউর নতুন ভিসি ■ আমু-কামরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের ■ মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ ■ বাংলাদেশ কঠিন সময় পার করছে, ঐক্যবদ্ধ থাকতে হবে ■ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না ■ ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব ■ ৬৯ কারাগারের ১৭টিই ঝুঁকিপূর্ণ, ৭০ জঙ্গিসহ পলাতক ৭০০ বন্দি
আর্থসামাজিক প্রযুক্তি উদ্ভাবন আইডিয়া প্রতিযোগিতায় তৃতীয় হাবিপ্রবি
Published : Tuesday, 11 August, 2020 at 3:19 PM

আর্থসামাজিক প্রযুক্তি উদ্ভাবন আইডিয়া প্রতিযোগিতায় তৃতীয় হাবিপ্রবি

আর্থসামাজিক প্রযুক্তি উদ্ভাবন আইডিয়া প্রতিযোগিতায় তৃতীয় হাবিপ্রবি

আইইই বাংলাদেশ সেকশন এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কোভিড'১৯ কংগ্রেস আইডিয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

গত ৯ হতে ১০ আগস্ট অনলাইন প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত Socio-Technical fight against COVID'19 Pandemic প্রকল্পের আওতাধীন আইডিয়া প্রতিযোগিতায় আইইই এইচ এস টি ইউ স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে রাজীব শুভ্র দত্ত এবং উষ্ণ দাশ যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে। এছাড়া বিতর্ক প্রতিযোগিতায় হাসিবুল হক রৌদ্র, আতাউল্লাহ আহমেদ ও প্রিয়াংকা রায় অনারেবল মেনশন পাওয়ার গৌরব অর্জন করেন। কোভিড-১৯  মোকাবেলায় আইডিয়া গুলো কতটুকু প্রয়োগযোগ্য এবং কার্যকর তার ওপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হয়।

অনলাইন এই প্রতিযোগিতায় চট্রগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ছাড়াও ভারত, মালয়েশিয়া থেকে মোট ৬২ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এতে আইডিয়া প্রতিযোগিতা ছাড়াও বিতর্ক ,পলিসি প্রতিযোগিতাসহ ৫০টির বেশি প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ব্যাপারে রাজীব শুভ্র দত্ত ও উষ্ণ দাশ আরও বলেন-আমাদের আইডিয়াটি যদি বাস্তবায়ন করা হয় তবে তা কোভিড-১৯ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশাকরি।এ প্রাইজটা কাজ করার জন্য আমাদের আগ্রহকে আরো বাড়িয়ে দিল।এসব প্রতিযোগিতায় প্রাইজ দেওয়ার সময় যখন আমাদের নামের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের নামটা উচ্চারিত হয়,তখন সবচেয়ে ভালো লাগে। ভবিষ্যতেও আমরা যেন আরো ভালো কিছু করে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন আরো বৃদ্ধি করতে পারি তার জন্য সবাই দোয়া করবেন।

দেশসংবাদ/প্রতিনিধি/এনকে


আপনার মতামত দিন
জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 25 November, 2024
সোহরাওয়ার্দী-কবি নজরুল কলেজ বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 25 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up