শিরোনাম: |
চাঁপাইনবাবগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সদর উপজেলা আওয়ামী যুবলীগ। শনিবার (৮ আগষ্ট) বিকেলে আওয়ামীলীগ জেলা কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আসাফুদ্দোলার ষভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেনিন প্রামানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, আওয়ামী যুবলীগের জেলা সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বিশ্বাস বাবু, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহনেওয়াজ কবির দুলাল প্রমুখ।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন সেন্ট্রাল জামে মসজিদের ইমাম মাওলানা হুমায়ন কবির।
দেশসংবাদ/প্রতিনিধি/এনকে
আপনার মতামত দিন
|