Published : Friday, 7 August, 2020 at 7:46 PM, Update: 07.08.2020 8:35:18 PM
ভোলার চরফ্যাসনের দুলারহাট থানায় ট্রলার থেকে মায়া নদীতে পড়ে নুরনবী (৪০) নামের এক জেলে নিখোঁজ হওয়ার দুই দিন পর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দুলার হাট থানার আহম্মদপুর ইউনিয়নের হাজীর হাট রাস্তায় মাথায় মায়া নদীর যে স্থান থেকে সে নিখোঁজ হয়েছিল সেখানে থেকেই মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ জেলে উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের দক্ষিণ মাদ্রাজ ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুলার হাট থানার আহম্মদপুর ইউনিয়নের হাজীর হাট রাস্তায় মাথায় মায়া নদীর তীরে নোঙ্গড় করা অবস্থায় নুরনবীসহ চার সহযোগী মিলে ট্রলার মেরামত করছিল। এই সময় অন্য একটি ট্রলার পাশদিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় স্রোতের ধাক্কায় জেলে নুরনবী নদীতে পরে যায়। অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি।
এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দুলার হাট থানার আহম্মদপুর ইউনিয়নের হাজীর হাট রাস্তায় মাথায় মায়া নদীর যে স্থান থেকে সে নিখোঁজ হয়েছিল সেখানেই মরদেহ ভেসে উঠলে, পরিবারের সদস্যরা মরদেহ দেখে হাওমাও করে কেঁদে উঠে। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে রাতেই উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে বাড়ীতে নিয়ে যায়।
এ বিষয়ে দুলারহাট থানার অফিসার ইন চার্জ(ওসি) মো.ইকবাল হোসেন জানান, নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুলার হাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।