বান্দরবানে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে বান্দরবান প্রেস ইউনিট এর সহযোগিতায় হোটেল হিলটন অডিটোরিয়াম হল প্রাঙ্গণে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এ সময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজীসহ বান্দরবানের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথি আরো বলেন করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধান মন্ত্রী সাংবাদিকদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারই ধারাবাহিকতায় আজ পার্বত্য অঞ্চল বান্দরবানে সাংবাদিকরা সহযোগিতার অংশ হিসেবে নিজেদেরকে শরিক করতে পেরেছে। প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে বান্দরবানের সকল সাংবাদিক বৃন্দ প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানান। অতিথিরা আরো বলেন বলেন প্রধানমন্ত্রী একজন সাংবাদিক প্রিয় মানুষ, তিনি সব সময় সাংবাদিকদের পাশে আগেও ছিল বর্তমানে আছে। অনুষ্ঠানের শেষে অতিথিরা বান্দরবানের কর্মরত ৩০ জন সাংবাদিকের মাঝে ১০ হাজার টাকা করে চেক প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি করেন এবং পর্যায়ক্রমে বাকি যারা রয়েছে তারা এ সুবিধা পাবেন বলে আশ্বাস প্রদান করেন।