শিরোনাম: |
লেবাননে ২ সপ্তাহব্যাপী জরুরি অবস্থা জারির পরিকল্পনা বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ৭৮ জন নিহত এবং ৪ হাজার জন আহত হয়েছে। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ৭৮ জন নিহত এবং ৪ হাজার জন আহত হওয়ার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এবং দু’সপ্তাহব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
বুধবার (৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। মঙ্গলবার (৪ আগস্ট) মারাত্মক এ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। অন্যদিকে আহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
এ বিস্ফোরণের কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বন্দরের একটি গুদামে গত ছয় বছর ধরে মজুদ করে রাখা ২ হাজার ৭শ’ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে।
দেশসংবাদ/জেআর/এসআই
আপনার মতামত দিন
|