মাগুরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ২৭ জন সাংবাদিক পেল প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক সহায়তার চেক। মাগুরা প্রেসক্লাবে বৃস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান সাংবাদিকদের হাতে এ চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনাকালীন পরিস্থিতিতে বুধবার যশোর সার্কিট হাউজ সভাকক্ষে খুলনা বিভাগের ৯ জেলার ৩শ’ ৩৮ জন সাংবাদিকদের মাঝে এ চেক বিতরণ করেন। এর মধ্যে মাগুরার ২৭ জন, যশোরের ৪৮ জন, খুলনার ১১৪ জন, মেহেরপুরের ২৫ জন, সাতক্ষীরার ৩৪ জন, চুয়াডাঙ্গার ২৮জন, ঝিনাইদহের ২৯ , নড়াইলের ২৭ জন ও বাগেরহাটের ৬ জন রয়েছে।
এ সময় মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে দেড় হাজার সাংবাদিকের এই সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে আবারও দেয়া হবে। উল্লেখ্য, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর দেয়া এ আর্থিক সহায়তা পেয়ে মাগুরার সাংবাদিকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তথ্যমন্ত্রীর প্রতিও তারা সাধুবাদ জানান।