শিরোনাম: |
পাবনার আতাইকুলা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব পাবনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে অপহরণকারী সজিব শেখ (২০) গ্রেপ্তার ও অপহৃতা হ্যাপী খাতুনকে (১৪) উদ্ধার করেছে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় চরসার্দিয়ার রাজাই মন্ডল এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় জানান, গোপন সংবাদে জানতে পারেন সাঁথিয়া থানার মামলা নং-০৬/১৫৪, তারিখ ১০/০৭/২০২০ খ্রিঃ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০, মামলার পলাতক এজাহারনামীয় ১ নং আসামী মোঃ সজিব শেখ (২০), পিতা- মোঃ আঃ রাজ্জাক, সাং-সাটিয়াকোলা, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা অবস্থান করছে। এমন সংবাদে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সজিব শেখকে গ্রেপ্তার ও অপহৃত একই এলাকার হাসেম আলী শেখের মেয়ে হ্যাপি খাতুনকে উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে র্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এনকে
আপনার মতামত দিন
|