সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় অভিযান চালিয়ে একটি একনালা বন্দুকসহ দুই অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙালি গ্রামের মৃত দোছ মোহাম্মদের পুত্র জিয়াউর রহমান (৩২) ও একই গ্রামের ফজর মোহাম্মদের পুত্র জমিল মিয়া (৪২)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ১৯৭৮ সালের আমস্ এ্যাক্ট ১৯-এ ধারায় মামলা দায়ের করে আজ (বুধবার) সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে। বুধবার বেলা ১১ টায় দিরাই থানা পুলিশ এসব তথ্য স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ২ টার দিকে রায়বাঙালি গ্রামে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ জিয়াউর রহমানকে নিজ বাড়ি থেকে আটক করে, এসময় তার অপর অস্ত্রধারী জমিল মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর মঙ্গলবার বেলা ১১ টার দিকে ফের রায়বাঙালি গ্রামে অভিযান চালিয়ে জমিল মিয়াকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আজ (বুধবার) মাননীয় আদালতে সোপর্দ করা হয়েছে।