Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ শেখ হাসিনার আমলের প্রবৃদ্ধির পুরোটাই ভুয়া ■ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা ■ সালমান ও তার দুই প্রতিষ্ঠানের ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক ■ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার ■ ‘বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি ১/১১ গঠনের ইঙ্গিত’ ■ রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ারবহির্ভূত ■ বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক দাবি বার সভাপতি
প্রেমতলী পুলিশ পরিদর্শক বারী’র দুর্ব্যবহারে অতিষ্ঠ এলাকাবাসী
Published : Monday, 27 July, 2020 at 11:56 PM

আবদুল বারী

আবদুল বারী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আবদুল বারীর দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। কোন কাজে ফাঁড়িতে গেলেই পুলিশের এই পরিদর্শক দুর্ব্যবহার করেন। নেননা অভিযোগ, গালিগালাজ করেন অকথ্য ভাষায়। স্থানীয় ভুক্তভোগীরা এমন তথ্য জানিয়েছেন।

এদের মধ্যে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি শুক্রবার ইনচার্জ আবদুল বারীর বিরুদ্ধে জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তার বাড়ি ফরাদপুর গ্রামে। অভিযোগে আমিনুল বলেছেন, তিনি সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত। গত বৃহস্পতিবার সকালে তিনি একটি কাজে প্রেমতলী পুলিশ ফাঁড়িতে গেলে পরিদর্শক আবদুল বারী তাকে গালিগালাজ করেন। এছাড়া তিনি এলাকার আরও অনেকের সঙ্গে এ ধরনের দুর্ব্যবহার করে থাকেন। এতে এলাকার মানুষ হতাশ। বিষয়গুলোর তদন্ত করে তিনি পরিদর্শক আবদুল বারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সম্প্রতি জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ দিতে প্রেমতলী পুলিশ ফাঁড়িতে যান খেতুর গ্রামের বৃদ্ধা মনোয়ারা বেগম (৬০)। কিন্তু আবদুল বারী অভিযোগ না নিয়ে উল্টো এই বৃদ্ধাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মনোয়ারা কাঁদতে কাঁদতে ফাঁড়ি থেকে বের হয়ে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে সাংবাদিককে ফোন করেন। সেদিন তিনি বলেছিলেন, টাকা দিতে পারেননি বলে তার অভিযোগ নেয়া হয়নি।

সম্প্রতি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তুষার সরকারও আবদুল বারীর দুর্ব্যবহারের শিকার হন। সেদিনও ফোন করে তিনি প্রতিবেদককে বলেছিলেন, একটা পরামর্শ নেয়ার জন্য তিনি পরিদর্শক আবদুল বারীকে ফোন করেন। কিন্তু এতেই এই পুলিশ কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি তিনি জেলার এসপিকে ফোন করে জানিয়েছিলেন।

কয়েকদিন আগে আবদুল বারীর দুর্ব্যবহারের শিকার হন স্থানীয় ছাত্রলীগ কর্মী সোহেল রানা। রোববার সকালে তিনি বলেন, তিনিও একটা কাজে ফাঁড়িতে গিয়েছিলেন। তখন তার সঙ্গে দুর্ব্যবহার করেন আবদুল বারী। তাকেও গালিগালাজ করা হয়। সোহেল বলেন, গালিগালাজ আইসির ঠোটের ওপরেই থাকে। কেউ অভিযোগ নিয়ে গেলেও একপক্ষের অবস্থান নিয়ে তিনি গালিগালাজ করেন। আইসি আবদুল বারীর বিরুদ্ধে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে মারধরেরও অভিযোগ রয়েছে।

সম্প্রতি এলাকার এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইন মানছেন না, ফোন করে এমন অভিযোগ করার কারণে বাদশা সরকার ও মো. শাহাবুদ্দিন নামে দুই যুবককে ডেকে আনান ইনচার্জ আবদুল বারী। এরপর ফাঁড়ির সামনে রাস্তায় প্রকাশ্যে তাদের বেধড়ক পেটান তিন সহকারী উপপরিদর্শক (এএসআই)। মারধরের সময় বাদশা সরকার মোবাইল বের করে তার নিকটাত্মীয়দের ফোন করার চেষ্টা করেন। তখন ফোনটি কেড়ে নিয়ে লাঠির আঘাতে ভেঙে ফেলা হয়।

যোগাযোগ করা হলে রোববার সকালে ভুক্তভোগী বাদশা সরকার বলেন, আইসি আবদুল বারী তিন এএসআইকে দিয়ে তাদের দুজনকে মারধর করিয়েছিলেন। এ ঘটনায় তিন এএসআইকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়। কিন্তু আবদুল বারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। তার মুঠোফোন ভেঙে ফেলা হলেও তিনি ক্ষতিপূরণ পাননি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফাঁড়িতে কোয়ার্টার থাকলেও আইসি আবদুল বারী থাকেন না। প্রতিদিন সন্ধ্যায় রাজশাহী শহরে চলে যান পরিবারের কাছে। ফাঁড়িতে গিয়ে তাকে পাওয়া যায় না। তখন ফোন করলেই ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। আর ফাঁড়িতে থাকলেও তিনি কোন অভিযোগ নিতে চান না। অভিযোগ না নিয়ে তিনি স্থানীয় একজন জনপ্রতিনিধির বাড়ি দেখিয়ে দেন। সেখানেই মিমাংসা করতে বলেন। কেন অভিযোগ নেয়া হবে না, জানতে চাইলেই তিনি শুরু করেন গালিগালাজ।

তার এমন আচরণে এলাকাবাসী অতিষ্ঠ। তারা আইসি বারীকে ফাঁড়ি থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হলে ক্ষুব্ধ এলাকাবাসী যে কোন সময় তার বিরুদ্ধে বিক্ষোভে নামবে বলেও তারা জানিয়েছেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সবই অস্বীকার করেছেন পুলিশ পরিদর্শক আবদুল বারী। তিনি বলেন, যিনি লিখিত অভিযোগ করেছেন তিনি তাকে চেনেনই না। অন্য কারও সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেন না। কেন অভিযোগ করছেন সেটি অভিযোগকারীরাই বলতে পারবেন। তিনি কিছু জানেন না।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, বিষয়গুলো তার জানা নেই। তবে লিখিত অভিযোগ হয়ে থাকলে নিশ্চয় তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থাও নেয়া হবে।

দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh


আপনার মতামত দিন
 বিজিবি না ডাকলে নো-ম্যানস ল্যান্ডে কেউ আসবেন না
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 24 January, 2025
সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ ঢুকবে না
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Wednesday, 22 January, 2025
যে কারণে সীমান্তে ককটেল নিক্ষেপ করলো ভারত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Saturday, 18 January, 2025
সীমান্তের ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Saturday, 18 January, 2025
ভারতীয়দের ধাওয়া, সীমান্তে আবারও উত্তেজনা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Saturday, 18 January, 2025
‘বিষাক্ত মদ’ পানে ৪ জনের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি
Friday, 10 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up