শিরোনাম: |
বগুড়ার ধুনট উপজেলায় মাঠের ভেতর জমিতে রোপা আমন ধান রোপনকালে বজ্রপাতে এক কৃষক ও কোরবানির গরু মারা গেছে। একই ঘটনায় স্কুল শিক্ষক ও কৃষকসহ আরো ৩জন আহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার নসরতপুর ও রাঙ্গামটি দিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম শুকুর আলী (৪৮)। তিনি উপজেলা চৌকিবাড়ি ইউনিয়নের নসরতপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। এছাড়া আহত হয়েছেন পেচিবাড়ি বিলকাজুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নসরতপুর গ্রামের আলী আফছার (২৫) (৫২), কৃষক ফোরহাদ হোসেন (৩০) ও আব্দুল মান্নান (২৫)।
জানা গেছে, উপজেলার সর্বত্র সোমবার সকাল থেকে বজ্রবৃষ্টি শুরু হয়। এ অবস্থায় কৃষক শুকুর আলী বাড়ির পাশে মাঠের ভেতর জমিতে রোপা ধান রোপন করতেছিলেন। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই স্থানে বজ্রপাতে স্কুল শিক্ষক ও আরো ২ কৃষক আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটির দিদারপাড়া গ্রামের হামিদুল ইসলাম নামে এক কৃষকের একটি কোরবানির গরু মাঠে ঘাস খাওয়ানোর জন্য নেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই গরুর মৃত্যু হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেন।
দেশসংবাদ/প্রতিনিধি/এনকে
আপনার মতামত দিন
|