ভিজিএফ এর চাল দু:স্থ ও গরীর মানুষকে লাইন দাড়িয়ে নেয়ার পরিবর্তে করোনাকালে জনসমাগমের এড়াতে ঘরে ঘরে নিজ হাতে পৌছে দিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক।
জানা গেছে, সরকার প্রতিবছর ঈদের পুর্বে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দুস্থ ও গরীব লোকজনের জন্য জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করছে। কার্ডধারীরা লাইনে দাড়িয়ে এই চাল সংগ্রহ করতো। সেই ধারাবাহিকতায় এবছর পবিত্র ঈদুল আযহার পুর্বে সরকার ভিজিএফ এর চাল বরাদ্দ দেয়। সেই হিসেবে ফরিদগঞ্জ পৌরসভা ৩৩ শত কেজি চাল বরাদ্দ পায়। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকা থাকায় পৌর মেয়র মাহফুজুল হক পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলদের নিয়ে কার্ডধারীদের ঘরে ঘরে জনপ্রতি ১০ কেজি করে চাল পৌছে দিচ্ছে।
এব্যাপারে পৌর মেয়র মাহফুজুল হক বলেন, করোনাকালে মানুষজন যাতে ঘরেই থাকে সেই জন্য ভিজিএফ এর চাল কার্ডধারীদের ঘরে ঘরে পৌছে দিচ্ছি। ইতিপুর্বে আমি করোনার জন্য বরাদ্দকৃত বিশেষ কর্মসূচীর চাল ঘরে ঘরে যেয়ে বিতরণ করেছি।