শিরোনাম: |
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনজন বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে কাতার এয়ারওয়েজ। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার (লন্ডন সময়) একটি ফ্লাইট থেকে তাদের ফিরিয়ে দেয়া হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন সূত্র।
সূত্র জানায়, ওই তিন যাত্রীর কাছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে হেলথ ডিক্লেয়ারেশন কার্ড ছিল। তবুও কেন এই যাত্রীদের ফেরত দেয়া হল-এর কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ।
তবে অন্য একটি সূত্রে জানা গেছে, এখন থেকে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ডিক্লেয়ারেশনের কার্ড গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কাতার এয়ারওয়েজ। সে কারণেই ওই যাত্রীদের ফিরিয়ে দিয়েছে বিমান সংস্থাটি। উল্লেখ্য, যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন থেকে হেলথ ডিক্লেয়ারেশন কার্ড নিয়েই আকাশপথে ভ্রমণ করে থাকেন বাংলাদেশিরা।
দেশসংবাদ/জেআর/এসআই
আপনার মতামত দিন
|