শিরোনাম: |
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার প্রবীণ আইনজীবি অ্যাডভোকেট আবদুল্লাহ শাহজাহান আর নেই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৩টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিট) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার লতিফ সিকদার গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তারঁ বয়স হয়ে ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দুই মেয়ে ও ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী। এক মেয়ে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দা অন্যজন কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউইংটন শহরে বসবাস করছেন। আবদুল্লাহ শাহজাহানের মৃত্যুকালে তাঁর সব মেয়েরাই পাশে ছিলেন।
নিউ ইয়র্ক শহরে পুলিশ বিভাগে কর্মরত একমাত্র ছেলে বাবার অসুস্থতার খবর পেয়ে ছুটে গেছেন বাংলাদেশে। আইনজীবি আবদুল্লাহ শাহজাহান যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নোয়াখালী অ্যাসোসিশনের যুগ্ম-আহবায়ক মোবারক হোসেন নওশাদের শ্বশুর।
আবদুল্লাহ শাহজাহানের মৃত্যুতে নোয়াখালী অ্যাসোসিশন অব কানেকটিকাটের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। একই সাথে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|