শিরোনাম: |
চাঁপাইনবাবগঞ্জে ৩১ বোতল ফেন্সিডিলসহ ২ মহিলা মাদক ব্যবসায়ীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে ওয়ালটন মোড় হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল- পাঠান পাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দীনের ছেলে শাজাহান আক্তার ডালু (৬১), পৌর এলাকার দূর্গাপুর গ্রামেরমো শাহজাহান আলীর ছেলে মাইনুল ইসলাম (৪০), আলীনগর এলাকার মৃত আসাদের মেয়ে কমলা (৩০), ও হাড্ডি পট্টি এলাকার ইসাহারের স্ত্রী আজুফা (৫০)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক অভিযানে ৩১ বোতল ফেন্সিডিলসহ ওই ৪ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। ওই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব-৫।
তাদেরকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দেশসংবাদ/প্রতিনিধি/এনকে
আপনার মতামত দিন
|