Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ৪৭তম বিসিএসে আবেদনের সময় বাড়ল ■ তুরস্কে রিসোর্টে আগুন, নিহত ৬৬ ■ শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি ■ সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ■ বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, আহত ৭ ■ আবারও সীমান্তে বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা ■ চার অতিরিক্ত ডিআইজিসহ ২০ কর্মকর্তাকে বদলি
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিশিরকে সাময়িক বহিস্কার
Published : Thursday, 23 July, 2020 at 6:08 PM

কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিশিরকে সাময়িক বহিস্কার

কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিশিরকে সাময়িক বহিস্কার

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরকে সাময়িক বহিস্কার করা হয়েছে। শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বরত উপ-সরকারী প্রকৌশলী নূর আলমকে পিটিয়ে আহত করায় বৃহস্পতিবার(২৩ জুলাই) স্থানীয় সরকার মন্ত্রণালয় এ আদেশ দেয়। উপসচিব মোঃ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক স্মারকে তার বিরুদ্ধে এ আদেশ দেয়া হয়। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবনের নির্মাণ নিয়ে ঠিকাদারের কাজ ঠিকমত না করা এবং পাথরের মান নিয়ে আপত্তি তুলে পরিদর্শনকালে শিক্ষা প্রকৌশলীকে উপজেলা চেয়ারম্যান মারধর করেন বলে এতে উল্লেখ করা হয়েছে। সহকারী প্রকৌশলী নূর আলমকে চর, ঘুষি , থাপ্পর ও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

যেহেতু চেয়ারম্যান উপজেলা পরিষদ, কচুয়া চাঁদপুর কর্তৃক সম্পাদিত এমন কর্মকান্ডে উপজেলা পরিষদে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করতে পারে। যা সার্বিকভাবে উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়নে অচল অবস্থার সৃষ্টি এবং জনস্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশংকা রাখে। সেহেতু কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর সংশোধিত ২০১১ এর ১৩(খ) ধারা অনুসারে কার্যক্রম শুরু করা হয়েছে এবং যেহেতু তার এ পদে বহাল থেকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করা রাষ্ট্র বা পরিষদের স্বার্থে হানীকর সরকার ও জনস্বার্থে তাকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিকে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির সাময়িক বহিস্কার হতে পারেন বলে আগেই সামাজিক যোগাযোগ্ মাধ্যমে হতাশা ব্যক্ত করেছেন। এই জন্য তিনি এক কেন্দ্রীয় নেতাকে দায়ী করেন।

দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/বি


আপনার মতামত দিন
সমন্বয়ক রাফির ওপর হামলা, থানায় অভিযোগ
চট্টগ্রাম প্রতিনিধি
Tuesday, 21 January, 2025
কাউন্সিলরকে গুলি করে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
Thursday, 9 January, 2025
সাগর পথে আরও ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ
কক্সবাজার প্রতিনিধি
Sunday, 5 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up