শিরোনাম: |
পাবনার আতাইকুলায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী নিলুফার বেগমকে (৪৫) শ্বাষরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ গৃহবধুর স্বামী ভ্যান চালক শাহাদত হোসেনকে (৫২) আটক করেছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম জানান, আতাইকুলা থানার দিঘুলি পাড়ার শাহাদত-নিলুফার দম্পত্তির মধ্যে বুধবার রাতের কোন এক সময় পারিবারিক বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায় স্ত্রী নিলুফারকে শ্বাসরোধ করা হত্যা করে তার স্বামী। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর পালানোর চেষ্টাকালে পুলিশ স্থানীয়দের সহায়তায় স্বামী ভ্যান চালক শাহাদত হোসেনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সুত্র জানায়।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/বি
আপনার মতামত দিন
|