শিরোনাম: |
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে করোনা (কোভিড ১৯) ভাইরাস সনাক্তে আরটি পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়ে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে।
জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বিশ্বাস বাবু, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদৌলা, সাধারণ সম্পাদক লেনিন প্রামানিকসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলার নমুনা সংগ্রহের পর ফলাফল পেতে ৭-১০ দিন লেগে যায়। যারফলে ঝুঁকির মধ্যে জেলাবাসী আতঙ্কিত। জেলায় দিন দিন করোনা শনাক্তের সংখ্যা আশংকাজনকভাবে বেড়েই চলেছে। তাই জেলায় নমুনার অতিদ্রুত ফলাফল পেতে পিসিআর ল্যাব স্থাপনের বিকল্প কিছু নাই। তাই জেলাই অতিদ্রুত পিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন বক্তারা।
দেশসংবাদ/প্রতিনিধি/এনকে
আপনার মতামত দিন
|