কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় সজীব বিশ্বাস (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর তাঁতবন্দী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সজীব মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নয়নপুর এলাকার আব্দুল আজিজের ছেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার মিরপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে মেহেরপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ট্রাকচাপায় ঘটনাস্থলেই সজীব মারা যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।