শিরোনাম: |
বান্দরবানে কমিউনিটি ডেভালমেন্ট কনসার্ন (সিডিসি) এর খাদ্য সামগ্রী পেল নিবন্ধীত শিশুরা বান্দরবান পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভালমেন্ট কনসার্ন (সিডিসি) এর উদ্যোগে ৩ শত ৫ জন নিবন্ধীত শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২২ জুলাই (বুধবার) দুপুরে বান্দরবান সদরে উজানীপাড়ায় কমিউনিটি ডেভালমেন্ট কনসার্ন (সিডিসি) এর অফিস প্রাঙ্গণে নিবেন্ধীত শিশুদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রকল্পের নিবন্ধীত ৩ শত ৫ জন শিশুদের মধ্যে সামাজিক দুরত্ব নিশ্চিত করে ১০ কেজি চাউল, ২ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি ময়দা, ১ কেজি লবন ও ২টি সাবান প্রদান করা হয়।
এ সময় খাদ্য সামগ্রী বিতরণ উপস্তিত ছিলেন বান্দরবান পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর থুইসিং প্রু লুবু, পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের সভাপতি পাকসিম বিং ত্লাং, প্রকল্প ব্যবস্হাপক লালরিন সাং বম (লালরিন), পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের সদস্য থিমখুপ বুইতিং সহ বান্দরবানের বিভিন্ন প্রিট ও ইলকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং কমিউনিটি ডেভালমেন্ট কনসার্ন (সিডিসি) এর নিবন্ধীত শিশু ও তাদের পরিবারের সদস্যরা।
বান্দরবান পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভালমেন্ট কনসার্ন (সিডিসি) এর প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম (লালরিন) জানান, করোনা ভাইরাস শুরু হওয়ায় পর থেকে বান্দরবান পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভালমেন্ট কনসার্ন (সিডিসি) এর উদ্যোগে নিবেন্ধীত শিশুদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রতিমাসে একবার করে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/বি
আপনার মতামত দিন
|