Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ প্রধান উপদেষ্টাই নির্বাচনের তারিখ ঘোষণা দেবেন ■ ঢাকা পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩০ ■ ফলোঅন এড়িয়ে তৃতীয় দিন শেষে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ ■ এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি-জিরো’ তত্ত্ব ■ মধ্যরাতে ঢাকা পলিটেকনিক ও বুটেক্স মধ্যে সংঘর্ষ ■ ‘গুম কমিশনের সুপারিশে কাউকে বরখাস্ত করা হয়নি’ ■ আইজিপির বাসভবনে প্রবেশে নতুন সিদ্ধান্ত
পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যা!
Published : Wednesday, 22 July, 2020 at 5:50 PM

তুহিন

তুহিন

সিরাজগঞ্জের বেলকুচিতে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে তুহিন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়ের দুর্গম চরাঞ্চল কীর্তিখোলা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তুহিন বড়ধুল গ্রামের আবুল কাশেমের ছেলে। নিহতের বড় ভাই আজাহার এই প্রতিবেদককে বলেন, টাকা পাওনাকে কেন্দ্র করে আমার ছোট ভাই তুহিনের সাথে কীর্তিখোলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আসাদুলের সাথে মঙ্গলবার (২১ জুলাই) বিকালে বাক-বিতর্ক হয়। সন্ধ্যার পরে মোবাইল করে ছোট ভাইকে ডেকে নেয়। পরে তাকে কুপিয়ে হত্যাকরে তারা।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, বেশ কিছুদিন আগে কীর্তিখোলা গ্রামের আব্দুল হাই ও তার ছেলেরা তুহিনের কাছ থেকে ৭০ হাজার টাকা দাদন (সুদের বিনিময়ে ধার) নিয়েছিলেন। সেই টাকা পরিশোধের জন্য তাদের কয়েকদিন ধরেই তাগাদা দিচ্ছিলেন তুহিন। মঙ্গলবার (২১ জুলাই) রাতে তুহিনকে টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান আব্দুল হাই ও তার ছেলেরা। এরপর রাতেই তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ আব্দুল হাইয়ের বাড়ির পেছনে ফেলে দেওয়া হয়।

স্থানীয়রা রাতেই মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। 

তিনি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে আব্দুল হাই ও তার ছেলেরা পলাতক।

দেশসংবাদ/প্রতিনিধি/এনকে


আপনার মতামত দিন
মাকে খুন করে থানায় হাজির ছেলে
নিজস্ব প্রতিবেদক
Saturday, 23 November, 2024
গলা কেটে রক্ত গামলায় করে টয়লেটে ফেলেন দেন তারা
সিরাজগঞ্জ প্রতিনিধি
Friday, 22 November, 2024
জিয়াউল-মামুনসহ ৮ জনকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
ধানমন্ডিতে ছুরিকাঘাতে চিকিৎসকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Friday, 15 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up