লালমনিরহাটে গেল ২৪ ঘণ্টায় পৃথক তিনটি ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। উভয় ঘটনায় তিন ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রোববার (১৬ মার্চ) বিকেলে হাতীবান্ধা উপজেলার বুড়া সারডুবি গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে চাচা রবিউল ইসলাম (১৩), একই দিন সকালে সদর উপজেলার উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় এলাকায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা এবং শনিবার দুপুরে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সরল খাঁ গ্রামের শওকত আলীর ছেলে আইসক্রিম বিক্রেতা শাহিন মিয়া(৩০) এবং অপরজন লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে মেহের আলী ওরফে মেহের চোর(৫৫)। হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব সারডুবি এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার উপজেলার বুড়া সারডুবি গ্রামে বিকেলে বাড়িতে শিশু(৫) বাড়িতে একা থাকার সুযোগে তার চাচা রবিউল ইসলাম ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুর আর্তচিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দফায় দফায় অভিযান করে ধর্ষক রবিউলকে আটক করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন নবী।