Published : Sunday, 16 March, 2025 at 7:09 PM, Update: 16.03.2025 7:17:27 PM
দুই যুবককে ডেকে নিয়ে চুরির অভিযোগে বেধড়ক পেটানো হয়।
বরিশালের বাবুগঞ্জে রহমতপুর ব্রিজ এলাকায় একটি দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে নির্যাতন করা হয়েছে। এ পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে গ্রেফতার করা হয়েছে নির্যাতনকারীকে।
জানা যায়, রোববার (১৬ মার্চ) দুপুরে রহমতপুর ব্রিজ এলাকায় দোকান মালিক মো. হাসান ও স্থানীয় কয়েকজন মিলে চুরির অভিযোগে একই এলাকার চান মুন্সির ছেলে মিঠুন (২০) ও বাবুল বেপারির ছেলে লিংকন (২৩) কে ডেকে এনে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়ে জখম করে।
শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে রহমতপুর ব্রিজের উত্তর পাশের ঢালে সেবা ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকান থেকে বেশ কিছু লোহার পাত চুরি হয়। দোকানের মালিক সকালে এসে খোঁজ নিয়ে জানতে পারে পাশের ভাঙারি ব্যাবসায়ী সাইদুল চুরি হয়ে যাওয়া পাত কিনেছে। সাইদুলকে জিজ্ঞেসাবাদ করলে চান মুন্সির ছেলে মিঠুন (২০) ও বাবুল বেপারির ছেলে লিংকন (২৩) এর নাম বলে। পরে তাদের ডেকে এনে নির্যাতন চালানো হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, ঘটনাস্থলে পুলিশের তদন্ত টিম গিয়েছে। চুরি করা একটি অপরাধ ও চোর ধরে হাত-পা বেঁধে নির্যাতন করাও একটি অপরাধ। এ ঘটনায় নির্যাতনকারী মো. হাসানকে গ্রেফতার করা হয়েছে।