চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে লিলকে ২-১ গোলে হারিয়ে, দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ডর্টমুন্ড।
একদিন আগেই পর্তুগিজ ক্লাব বেনফিকাকে হারিয়ে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের টিকিট কাটা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা তাদের প্রতিপক্ষ।
প্রথম লেগে ১-১ ড্রয়ের পর এদিন লিলের মাঠে পঞ্চম মিনিটেই গোল খেয়ে বসে ডর্টমুন্ড।
দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের মধ্যে দুই গোল করে জয় তুলে নেয় জার্মান ক্লাবটি।
চলমান চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের সরাসরি টিকিট কাটতে পারেনি ডর্টমুন্ড। তবে পুরো আসরে দারুণ পারফরমেন্সে কোয়ার্টার ফাইনালে উঠলো জার্মান ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ডর্টমুন্ডের বিপক্ষে সব মিলিয়ে তিনবারের দেখায় কখনও হারেনি বার্সেলোনা। ২০১৯-২০ মৌসুমে গ্রুপ পর্বে ডর্টমুন্ডে গোলশূন্য ড্রয়ের পর ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছিল তারা।
কোয়াটার ফাইনালের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? এটাই দেখার অপেক্ষা ফুটবল প্রেমীদের।