Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা ■ ১৪ যুগ্ম জেলা জজকে পদোন্নতি ■ মারা গেছেন মুক্তিযোদ্ধা কে এম সফিউল্লাহ ■ শিশু আয়ানের মৃত্যুতে চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ ■ ৫ আগস্টের পর একটি দল ক্ষমতায় যেতে মরিয়া ■ ‘ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীদের নিয়ে গুজব ছড়াচ্ছে’ ■ জাতীয় সরকার গঠনের দাবি নুরুর
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন
বিচার ও সংস্কার আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি
Published : Friday, 24 January, 2025 at 11:59 PM

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন বিএনপি মনে করে এই সরকার এসেছে কেবল একটি নির্বাচন দেয়ার জন্য। কিন্তু শুধু এর জন্য এই সরকার আসে নাই। এই সরকার এসেছে একটি গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে। একটি অন্তর্বর্তী সময়ের জন্য। যেই সময়ের মধ্যে তারা বিচার, সংস্কার ও নির্বাচন করবে। বিচার এবং সংস্কার আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি।

বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে  এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, এক-এগারো এবং মাইনাস টু-এর রাজনীতির আলোচনাটা কিন্তু শুরুতে বিএনপিই মাঠে এনেছে। আমরা এই সরকারকে নিরপেক্ষই ভাবছি। কিন্তু বিএনপি কেন ভাবতে পারছে না সেটা তাদেরকে স্পষ্ট করা উচিত বলে আমি মনে করি। তারা কেন যেনো মনে করে এই সরকার এসেছে কেবল একটি নির্বাচন দেয়ার জন্য। 

কিন্তু শুধু এর জন্য এই সরকার আসে নাই। এই সরকার এসেছে একটি গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে। একটি অন্তর্বর্তী সময়ের জন্য। যেই সময়ের মধ্যে তারা বিচার, সংস্কার ও নির্বাচন করবে। বিচার এবং সংস্কার আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। আমরা ছাত্ররা এখানে এসেছি সরকারের ওয়াচডগ হিসেবে কাজ করতে। 

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের মূল যেই লক্ষ্য সরকার সেটি বাস্তবায়ন করতে পারে কি না সেটি দেখার জন্যই আমরা ছাত্ররা এখানে এসেছি। নিরপেক্ষ সরকারের প্রসঙ্গে বিএনপি ও আওয়ামী লীগের একই সুর দেখা যাচ্ছে। এতে কিন্তু একটি সন্দেহের সৃষ্টি হচ্ছে। 

আওয়ামী লীগে ফিরবে কি না সেটা জনগণ নির্ধারণ করবে মির্জা ফখরুলের এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তথ্য উপদেষ্টা বলেন, নিরপেক্ষ সরকার মানে এই নয় যে আওয়ামী লীগের প্রতি নিরপেক্ষ আচরণ করতে হবে, তাদেরকে জায়গা করে দিতে হবে। এটা কখনোই সম্ভব হবে না। তাদের যারা গুম, খুন, চাঁদাবাজি, টাকা পাচারের সঙ্গে জড়িত ছিলো তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। 

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
সুপারিশ করার চেয়ে বাস্তবায়ন করা কঠিন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 26 January, 2025
১৪ যুগ্ম জেলা জজকে পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 26 January, 2025
যাকাত সঠিক বণ্টন হলে দেশে ভিক্ষুক থাকবে না
হবিগঞ্জ প্রতিনিধি
Saturday, 25 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up