৮ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
Published : Wednesday, 22 January, 2025 at 1:35 PM
প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। মূলত যমুনায় ঘন কুয়াশার কারণে বন্ধ করেছিল নৌপথ।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ডিজিএম মো. নাসির চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় নৌপথ পারাপারে অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
দেশসংবাদ/এএসএম