Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার ■ ভারতীয়দের ধাওয়া, সীমান্তে আবারও উত্তেজনা ■ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের ■ এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৪৬ শতাংশই স্কুলপড়ুয়া ■ এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া ■ ‘চোরদের আর ভোট না দিয়ে, ভালো মানুষকে আনেন’ ■ আমরা এতোদিন ভারতের অঙ্গরাজ্য হিসেবে থেকেছি
রাশিয়ার সঙ্গে ইরানের ২০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি
Published : Saturday, 18 January, 2025 at 12:14 PM, Update: 18.01.2025 1:44:33 PM

রাশিয়ার সঙ্গে ইরানের ২০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি

রাশিয়ার সঙ্গে ইরানের ২০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়া সফরে বিশেষ একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে জানা যায়। 

শুক্রবার (১৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার (১৭ জানুয়ারি) বিশেষ এক ফ্রাইটে মস্কো পৌঁছান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

অনুষ্ঠিত সেই বৈঠকে ২০ বছর মেয়াদি ঘনিষ্ঠ বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করবে ইরান ও রাশিয়া। দুই দেশের এই চুক্তির ফলে পশ্চিমা দেশগুলোতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত জুলাইয়ে ইরানের ক্ষমতায় আসার পর এটা পেজেশকিয়ানের প্রথম ক্রেমলিন সফর। তার কাছে এই সফর একটি তাৎপর্যপূর্ণ সফর হতে যাচ্ছে। সফরকালীন সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে পুতিনের সাথে আলোচনার কথা রয়েছে পেজেশকিয়ানের ।

সফর নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, রাশিয়ার সঙ্গে তার দেশের যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হতে যাচ্ছে তা বিশ্বকে আরও বেশি ‘ভারসাম্যপূর্ণ ও ন্যায়সঙ্গত’ করবে। ক্রেমলিন গত সোমবার (১৩ জানুয়ারি) এক ঘোষণায় জানায়, ইরানের প্রেসিডেন্টের রাশিয়া সফরকালে একটি চুক্তি সই হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বাণিজ্য ও সামরিক সহযোগিতা থেকে শুরু করে বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে 'সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি' হবে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ঘুরে দাঁড়ানোর স্বপ্ন গাজাবাসীর
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 17 January, 2025
অবশেষে যুদ্ধবিরতিতে ইসরায়েল-হামাস
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 16 January, 2025
মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দিন শেষ
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 14 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up